রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সেলিনা গ্রেপ্তার

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ১১:৩১ এএম

সেলিনা গ্রেপ্তার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এবং কুয়েতে আদমপাচারকারী পাপুলের স্ত্রী সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
শনিবার (১০ মে) ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম।একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন কুয়েত প্রবাসী সেলিনা ইসলাম।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!