সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নুসরাত ফারিয়া আটক

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৩:১৩ পিএম

নুসরাত ফারিয়া আটক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রোববার (১৮মে) অভিনেত্রীকে আটক করা হয়।  আটকের পর বিমানবন্দরে চলে জিজ্ঞাসাবাদ। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানিয়েছে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে। তবে গ্রেপ্তার দেখাবে কি না, দেখালেও কোন মামলায় দেখাবে। এ বিষয়ে  সিদ্ধান্ত চলছে বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি। 
অন্যদিকে,অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিজীবন কেন্দ্র করেও নুসরাত ফারিয় আলোচনায় থাকেন।বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও তাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। তবে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন ৩’তে তাকে নতুন করে দেখা যায়। সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন নুসরাত ফারিয়া।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!