রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সারা দেশে বজ্রপাতে ৭ জন নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৪, ১০:২৬ পিএম

সারা দেশে বজ্রপাতে ৭ জন নিহত

ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর জারি করা ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা (হিট অ্যালার্ট) রবিবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। এরই মধ্যে শনিবার (১৮ মে) শনিবার দেশের ৬ বিভাগে বৃষ্টি হয়েছে। এতে তাপপ্রবাহের পরিধি ও তাপমাত্রা কিছুটা কমেছে। তা ছাড়া নরসিংদী, টাঙ্গাইল ও গাজীপুরে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।

কমবে তাপপ্রবাহের পরিধি

এদিকে শনিবার গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আগামীকাল রবিবার থেকে এ তাপপ্রবাহ কোথাও কোথাও কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।

তিনি বলেন, ‘তাপপ্রবাহ কমে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হবে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটে ৩৮ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিম্ন ছিল মৌলভীবাজারে ২২ ডিগ্রি সেলসিয়াস।  

নরসিংদীতে পৃথক বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

নরসিংদী প্রতিবেদক জানান, নরসিংদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং শহরতলীর হাজীপুরে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলোকবালী উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম, তার ছেলে ইকবাল হোসেন এবং করম আলীর ছেলে কাইয়ুম মিয়া। এ ঘটনায় শরিফা বেগমের স্বামী কামাল মিয়া গরুতর আহত হয়েছে। তারা ধানকাটতে জমিতে অবস্থান করছিলেন।

শরিফা বেগমের স্বামী কামাল মিয়া জানান, তিনি ও সুফিয়া, ইমন এবং কাইয়ুমসহ আরও একজন সকাল থেকে মাঠের জমিতে ধানকাটছিলেন। ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে বজ্রপাত হলে সবাই গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একই সময় সদর উপজেলার শহরতলীর হাজীপুরে বজ্রপাতে মারা গেছেন চকপাড়ার মোসলেহ উদ্দিন নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নরসিংদী সদর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়।

টাঙ্গাইলে বজ্রপাতে দুজন নিহত

টাঙ্গাইল প্রতিবেদক জানান, টাঙ্গাইলের কালিহাতীতে ধানকাটতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আফজাল হোসেন ও আমির হোসেন। তারা দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার চকদফরপুর গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে আপন খালাত ভাই। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে উপজেলার আউলিয়াবাদ বাজারে ঘরভাড়া নিয়ে সেখানে থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ধানকাটার কাজ করতেন। শনিবার ভোরে বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামের হযরত আলীর ধানক্ষেতে তারা চারজন শ্রমিক ধানকাটতে ছিল। এ সময় বৃষ্টি শুরু হলে ধানক্ষেত থেকে দৌড়ে বাড়িতে যাওয়ার সময় আফজাল ও আমীরের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে একজনের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক জানান, গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে ফাতেমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা আক্তার মো. নূর হোসেনের স্ত্রী।

নিহতের ছেলে জহিরুল ইসলাম জানান, তার মা সকালে নানা বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন। ঝড়-বৃষ্টি আসছে দেখে উঠান থেকে তিনি ধান উঠাতে যান। এ সময় বজ্রপাত হলে তার মাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৮ বিভাগে বৃষ্টিপাতের আভাস

আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় (১ থেকে ২৫ শতাংশ এলাকা) ও রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। শনিবার ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১০১ মিলিমিটার।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!