রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

রাশমিকার বাজিমাত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৪:৫৭ পিএম

রাশমিকার বাজিমাত

বলিউড রাহুল রবীন্দ্রন পরিচালিত রোমান্টিক ড্রামা দ্য গার্লফ্রেন্ড, যেখানে মুখ্য ভূমিকায় আছেন রাশমিকা মন্দান্না,বক্স অফিসে প্রথম সপ্তাহান্তে স্থিতিশীল অগ্রগতি ধরে রেখেছে।
বক্স অফিস পারফরম্যান্স ছবিটি প্রথম দুই দিনে আয় করেছে প্রায় ৩.৮ কোটি রুপি, আর তৃতীয় দিনে (রবিবার) আরও আনুমানিক ৩ কোটি রুপি যোগ করে মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৬.৮০ কোটি রুপি (ইন্ডিয়া নেট, সব ভাষা মিলিয়ে)।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, ছবিটির তেলুগু সংস্করণই সর্বাধিক আয় করছে, যেখানে রবিবারের সারাদিনের গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৩৭.২৭ শতাংশ। দুপুর ও সন্ধ্যার শো-গুলোতে উপস্থিতি পৌঁছায় ৪৬ শতাংশের কাছাকাছি।
গল্প ও নির্মাণ-দ্য গার্লফ্রেন্ড চলচ্চিত্রটি ভুমা (রাশমিকা মন্দান্না) নামের এক নারীর গল্প, যিনি ভালোবাসা, স্বাধীনতা ও এক ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠা সম্পর্কে জটিল আবেগের মধ্য দিয়ে এগিয়ে যান। রাহুল রবীন্দ্রনের পরিচালনায় এই ছবিটি ভালোবাসার নানা স্তর তুলে ধরে এবং সেই সব দর্শকের মনে নাড়া দিতে চায়, যারা কখনও প্রেমের জটিলতা অনুভব করেছেন।
রাশমিকার অনুভূতি-চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য রাশমিকা মন্দান্না ব্যাপক প্রশংসা পাচ্ছেন। ছবির মুক্তি উপলক্ষে তিনি সামাজিক মাধ্যমে একটি আবেগপূর্ণ নোট শেয়ার করেন।
রাশমিকা লেখেন,‘দ্য গার্লফ্রেন্ড—আহ! কোথা থেকে শুরু করব? যখন রাহুল প্রথমবার গল্পটা শোনালেন, আমি চোখে জল ধরে রাখতে পারিনি। কিছু মুহূর্ত ছিল, যা হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছিল। আমি ভাবছিলাম, এই অনুভূতিগুলো আমি আগেও পেয়েছি। অবাক হয়েছি, একজন পুরুষের লেখা এমন সংবেদনশীল গল্প! আমি সেদিন সভা শেষে জানতাম—এই চরিত্রটা না করা পাপ হবে। আর পেয়েছিলাম এক আজীবনের বন্ধু।’দ্য গার্লফ্রেন্ড
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!