বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন সব সময় নিজের অবস্থানে দৃঢ় এবং স্পষ্টভাষী। বছরখানেক আগে থেকে বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের নিয়মের দাবি তুলেছেন তিনি। দীপিকার এমন দাবির পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন শিল্পী-নির্মাতা। কেউবা তার দাবির সমালোচনাও করেছেন।
জানা গেছে, ভারতের বড় বাজেটের সিনেমা ‘স্পিরিট’ ও ‘কল্কি’ এর সিক্যুয়েল থেকে বাদ পড়েন দীপিকা। কারণ হিসেবে উঠে আসে দীপিকার নির্দিষ্ট সময় কাজের শর্ত। বিষয়টি প্রকাশ্যে আসতেই বলিউডজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের প্রশ্নে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সবার জন্য একই ধরনের নিয়ম থাকা উচিত। কাজের সময়সীমা নির্দিষ্ট হওয়া দরকার। কারণ, আমরা নিউরোসার্জন নই যে জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছি। প্রযোজকদের বিনিয়োগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শিল্পীদেরও বিশ্রামের প্রয়োজন আছে।’
দীপিকার অবস্থানকে সমর্থন জানিয়ে কঙ্গনা আরও বলেন, ‘যদি কাজের নিয়মে পরিবর্তন আসে, অভিনেতারা সহজেই সেটার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন। কিন্তু এটাও মনে রাখতে হবে- আমরাও মানুষ, আমাদেরও শারীরিক ও মানসিক বিশ্রাম দরকার।’বলিউডে অনেক সময় শিল্পীরা ১২ ঘণ্টার শিফটে কাজ করেন, যা অনেক সময় ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বাড়ে। এটা কারও জন্যই স্বাভাবিক নয় বলেও জানান কঙ্গনা।
এই সাংসদ-অভিনেত্রীর মতে, ‘ইন্ডাস্ট্রিতে কাজের সময় নির্দিষ্ট করা উচিত এবং সপ্তাহে অন্তত একদিন ছুটি থাকা বাধ্যতামূলক হওয়া দরকার। এতে শিল্পীদের কর্মদক্ষতা বাড়বে, পাশাপাশি মানসিক প্রশান্তিও ফিরবে।’
আপনার মতামত লিখুন :