রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

শিল্পা শেঠির মামলার হুমকি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:২৭ পিএম

শিল্পা শেঠির মামলার হুমকি

আইনি ঝামেলা থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না বলিউড তারকা শিল্পা শেঠি। কয়েক বছর ধরে একের পর এক মামলায় জর্জরিত শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। কদিন আগে নতুন করে আইনি বিপাকে পড়েছেন এই দম্পতি। এবার তাদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ।
এ নিয়ে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। তাঁর দাবি, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এ তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। তাঁর পুরো টাকাই ব্যক্তিগত স্বার্থে আত্মসাৎ করেছেন বলিউড অভিনেত্রী ও তাঁর স্বামী।
এ তথ্যের পাশাপাশি আনন্দবাজার, আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শিল্পা ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করার পর থেকে বলিউড বাসিন্দাদের পাশাপাশি নেটিজেন ও সংবাদকর্মীদের অনেকে নানারকম নেতিবাচক কথা ছাড়াতে শুরু করেছেন; যা নিয়ে মহাক্ষিপ্ত শিল্পা। যারা তাঁর মানহানি করার চেষ্টা করেছে, যেসব সংবাদমাধ্যমে ভুল তথ্য দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
এদিকে শিল্পার আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেল কারও কাছ থেকে কোনো টাকা নেননি। তাঁর নামে ভুল তথ্য যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব আমরা। কোথা থেকে এ ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে, তা খোঁজার চেষ্টা করছি আমরা। যারা আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে,যেসব সংবাদমাধ্যমে ভুল তথ্য দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে বাধ্য হব। বেশি কিছু বলতে পারছি না, যেহেতু এই মামলা এখনও বিচারাধীন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!