বলিউডের অন্দরে এইমুহুর্তে সবচেয়ে বেশি চর্চা একটা বিষয়েই দীপিকা পাডুকোনের পরপর দুই বড় ছবি থেকে সরে দাঁড়ানো প্রথমে তিনি ছেড়েছিলেন সন্দীপ রেড্ডি ভঙ্গার `স্পিরিট`, কারণ হিসেবে উঠে এসেছিল তাঁর ৮ ঘণ্টার কাজের শিফটের দাবি। তারপর আসে আরও বড় খবর `কল্কি ২৮৯৮ এডি`-র সিক্যুয়েল থেকেও সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী!
স্বভাবতই বলিপাড়া এই সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত কারও মতে দীপিকার দাবি যুক্তিযুক্ত, আবার কেউ বলছেন, টা প্রযোজকদের জন্য অত্যন্ত সমস্যাজনক।
এই বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার এই কাজের সময়ের প্রসঙ্গে রানি বলেন “আমিও এরকম করেছি, কিছু ছবিতে নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করেছি। আমার সোজা কথা, যদি প্রযোজক রাজি থাকেন, তাহলে ছবিটা করো। না হলে করো না! এটা একেবারেই ব্যক্তিগত পছন্দের ব্যাপার। কেউ কাউকে তো জোর করছে না।” রানির মতে, সব ছবিরই আলাদা কিছু দাবি থাকে। পরিকল্পনা মেনে কাজ করলে সময়ের ভেতরেই সব কিছু সম্ভব।
দীপিকার এই কাজের শর্ত নিয়েই সম্প্রতি আরেক বিতর্কে নাম জড়ায় তাঁর সঙ্গে `ওম শান্তি ওম`এর পরিচালক ফারাহ খানের। ফারাহর এক ভ্লগে ৮ ঘণ্টার শিফট প্রসঙ্গ উঠে আসতেই অনেকেই ধরে নেন, সেটাই নাকি দীপিকাকে উদ্দেশ্য করে কটাক্ষ। গুঞ্জন আরও জোরালো হয় যখন খবর ছড়ায় দু’জন নাকি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে ফারাহ খান জানান “প্রথম থেকেই আমরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করিনি। `হ্যাপি নিউ ইয়ার` শুটের সময়ই ঠিক করেছিলাম আমরা ইনস্টাগ্রামে নয়, সরাসরি ফোন বা মেসেজে কথা বলব। জন্মদিনের উইশও ওখানে দিই না, কারণ দীপিকা সেটা পছন্দ করে না।”
ফারাহ আরও স্পষ্ট করে দেন,তাঁর মন্তব্য আসলে এক সহ-অভিনেতাকে উদ্দেশ্য করেই করা, দীপিকার বিরুদ্ধে নয়। তিনি বলেন “আমি তো দীপিকার মেয়ে দুয়া জন্মানোর পর প্রথম ছুটে গিয়ে দেখা করেছি। সব কিছু ইনস্টাগ্রামে দেখানোর জন্য করতে হয় না।” কথাশেষে ক্ষোভ প্রকাশ করে ফারাহ বলেন— “এভাবে অকারণ বিতর্ক বানানো বন্ধ হোক। কারণ এই ব্যাপারগুলো সত্যিই মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে।”
দীপিকার শুধুমাত্র ৮ ঘণ্টার কাজের শিফট চাওয়া বলিউডে একটা নতুন আলোচনার দিগন্ত খুলে দিয়েছে। রানি মুখোপাধ্যায়ের মতো শক্তিশালী ও বর্ষিয়ান অভিনেত্রী ব্যাপারটিকে সমর্থন জানানোয় অনেকে মনে করছেন, ইন্ডাস্ট্রিতে এবার থেকে তারকাদের কাজের সময় নির্দিষ্ট করার দাবি আরও জোরালো হবে। অন্যদিকে, ফারাহ খানের খোলসা করায় আপাতত বন্ধ হল দীপিকার সঙ্গে তাঁর ‘বন্ধুত্বে চিড়’ ধরার গুঞ্জন।সুত্র-আজকাল
আপনার মতামত লিখুন :