শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

তরুণীর সঙ্গে ৬২ বছর বয়সি গোবিন্দর প্রেম নিয়ে মুখ খুললেন স্ত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:০৬ পিএম

তরুণীর সঙ্গে ৬২ বছর বয়সি গোবিন্দর প্রেম নিয়ে মুখ খুললেন স্ত্রী

ডেইলি খবর বিনোদন ডেস্ক: দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে বরাবরই বলিউডের একসময়ের সুপারস্টার হিরো গোবিন্দ। আর সেই আলোচনার বড় অংশ জুড়েই থাকছেন তার স্ত্রী সুনীতা আহুজা। কখনও পডকাস্টে, কখনও সাক্ষাৎকারে খোলামেলা মন্তব্যে বারবার শিরোনামে উঠে আসছেন তিনি। ডিভোর্স গুঞ্জনের মধ্যেই এবার নতুন করে উত্তাপ ছড়াল গোবিন্দর ব্যক্তিগত জীবন ঘিরে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ৬২ বছর বয়সে এসে নাকি নতুন করে প্রেমে পড়ছেন গোবিন্দ এমনই জল্পনা ঘুরছে বিনোদন মহলে। এক তরুণ মারাঠি অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিলেন সুনীতা আহুজা।
সম্প্রতি ইটাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সুনীতা জানান, ২০২৫ সাল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। এই বছরই প্রথম তিনি গোবিন্দকে ঘিরে নানা বিতর্কের কথা শুনেছেন বলে দাবি করেন। তবে প্রেমের অভিযোগ নিয়ে তার অবস্থান স্পষ্ট। সুনীতার কথায়, আমি শুনেছি গোবিন্দর সঙ্গে এক মেয়ের সম্পর্ক রয়েছে। কিন্তু আমি নিশ্চিত, সে অভিনেত্রী নন। অভিনেত্রীরা এমন কাজ করেন না। গোবিন্দ তাকে ভালোবাসে না ওই মেয়েটি আসলে শুধু টাকার দিকেই তাকিয়ে আছে।
স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও ব্যক্তিগত টানাপোড়েনের মাঝেও নিজের পেশাগত সাফল্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী সুনীতা। জানান, ২০২৫ সালেই তিনি ইউটিউবে নিজের যাত্রা শুরু করেছেন এবং দর্শকদের ভালোবাসা পেয়েছেন। সবশেষে সুনীতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি আর বিতর্ক চান না। ২০২৬ সালকে তিনি দেখতে চান নতুনভাবে। তার কথায়, আমি চাই গোবিন্দা এই সব জল্পনার ইতি টানুক। নতুন বছরে আমি শুধু একটা সুখী পরিবার চাই। ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!