বিনোদন ডেস্ক: কিছুদিন আগে অনুষ্ঠান চলাকালে যৌন হয়রানির শিকার হন বলিউড অভিনেত্রী মৌনী রায়। সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি। ভরা মঞ্চে অভিনেত্রীকে যৌন হয়রানির বিষয়টির প্রতিবাদ জানালেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তার দাবি, বছরের পর বছর কেটে গেলেও নারীদের হেনস্থার কোনও শেষ নেই।
যৌন হয়রানির প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে শুভশ্রী লেখেন, ‘কয়েক সপ্তাহ আগে আমরা নতুন বছরে পা রেখেছি। তাতে নতুন কিছুই হয়নি, এখনও নারীদের হেনস্থা করা হচ্ছে। ভোগ্য পণ্য হিসাবে ভাবা হচ্ছে। সমাজের ঠিক কোন স্তরে ওই নারীরা বসবাস করেন, তাতে কিছু যায় আসে না। এই ব্যবহার ২০২৬ সালেও চলতে থাকবে? বিরক্তি ছাড়া আর কিছুই না।’
মৌনীর উদ্দেশ্যে শুভশ্রী লেখেন, ‘মৌনী তুমি যথেষ্ট শক্তিশালী নারী। তোমার অভিজ্ঞতার কথা শুনে আমার রক্ত ক্ষোভে ফুটছে। তুমি সকল নারীর প্রতিনিধি হয়ে তোমার বিরুদ্ধে ঘটা অন্যায়ের প্রতিবাদে করেছো। আরও শক্তিশালী হও। তোমার জন্য ভালোবাসা।’
বলে রাখা ভালো, শুভশ্রী নিজেও সোশাল মিডিয়ায় একাধিকবার চূড়ান্ত ট্রোলের শিকার হয়েছে। কিছুদিন আগে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির কলকাতায় আগমনের অনুষ্ঠান ঘিরে। তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়ায় সেই ঘটনা।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের হরিয়ানার করনালে একটি অনুষ্ঠানের মঞ্চে ওঠার সময় ছবি তোলার অজুহাতে কয়েকজন পুরুষ মৌনির শরীরে হাত দেন। বিষয়টি নিয়ে আপত্তি জানালে উল্টো বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয় তাকে। এছাড়া অশ্লীল মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গি এবং কটূক্তির মুখে পড়েন মৌনি। শুধু তাই নয়, অনুষ্ঠানের মঞ্চটি উঁচু হওয়ায় ওই ব্যক্তিরা নিচ থেকে অশালীন অ্যাঙ্গেলে ভিডিও করছিলেন বলেন অভিযোগ করেন অভিনেত্রী। এ ঘটনার প্রেক্ষিতে মৌনির পক্ষ নিয়ে প্রতিবাদ জানালেন শুভশ্রী। সূত্র: সংবাদ প্রতিদিন

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :