মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার সহ-মালিক এবং থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সদ্য শেষ হওয়া এই প্রতিযোগিতায় প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট এই বিচারককে গ্রেফতার করার নির্দেশ দেন।
গণমাধ্যম সূত্রে জানা যায়,জাকাপংয়ের মালিকানাধীন জেকেএন গেøাবাল গ্রæপ প্রতিযোগিতাটির সহ-মালিক। অভিযোগ অনুসারে, এক প্লাস্টিক সার্জন ২০২৩ সালে জেকেএন-এ বিনিয়োগের সময় জাকাপংকে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করার এবং বিনিয়োগের প্রতিশ্রæতি অনুযায়ী টাকা ফেরত না দেওয়ার অভিযোগে মামলা করেন। আদালত এই আচরণকে প্রতারণার সমতুল্য মনে করেছেন এবং অভিযুক্তের অপ্রত্যাশিত অনুপস্থিতিকে পলানোর চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন।
মামলার রায় ঘোষণার দিন জাকাপং আদালতে হাজির হননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নতুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি আর্থিক সংকটের মধ্যে মেক্সিকো চলে গেছেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের প্রতিযোগিতা বা দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পূর্ণ অসংশ্লিষ্ট।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :