বলিউডে সালমান খানের বিপরীতে রাজকীয় অভিষেক ঘটেছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। এরপর একে একে বহু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় দিয়ে প্রশংসা কুড়ালেও ব্যক্তিজীবন ও শারীরিক গঠন নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। বিশেষ করে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় তীব্র কটাক্ষের শিকার হতে হয় তাকে।
সম্প্রতি একটি পডকাস্টে বিয়ে নিয়ে মুখ খোলেন সোনাক্ষী। তিনি বলেন, যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন, তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি না, জানি না। আমি এই পৃথিবীর প্রথম কিংবা শেষ মেয়ে নই, যে ভিন্ন ধর্মে বিয়ে করেছে।
সামাজিক মাধ্যমে বাজে অভিজ্ঞতা নিয়ে সোনাক্ষী বলেন, একজন পরিণত নারী তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে। এতে অসুবিধা কীসের আমি বুঝি না! আমি এত বাজে মন্তব্য দেখেছি যে, বিয়ের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বিভাগটা (কমেন্ট বক্স) বন্ধ করে রেখেছিলাম। অনেক অচেনা ‘হ্যান্ডল’কে আমি বøক করতেও বাধ্য হই।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর গত বছরের জুনে বলিউড অভিনেতা জহির ইকবালের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা। বর মুসলিম হওয়ায় ধেয়ে আসে সমালোচনা। তবে সবকিছুকে পাশ কাটিয়ে বর্তমানে সুখী দম্পতি হিসেবে পরিচিতি পেয়েছে এই তারকা জুটি।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :