শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতারাই ভারতের দালাল: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৪, ০৮:১৪ পিএম

বিএনপি নেতারাই ভারতের দালাল: ওবায়দুল কাদের


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারাই ভারতের দালাল। ভারত বয়কটের ডাক দিয়ে তারা ভন্ডামি করছে। তিনি বলেন, ভারতের সঙ্গে ২১ বছর (১৯৭৫-১৯৯৬) শত্রুতা করে আমাদের লাভ হয়নি। বিএনপি শত্রুতা করে সংশয় ও অবিশ্বাস সৃষ্টি করেছিল। সে কারণে (দুই দেশের মাঝে) সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা সে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন।
১১ মে শনিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের বন্ধু, কারও দাসত্ব করি না। আমাদের শক্তির উৎস দেশের মানুষ, জনগণ। ভারতের কাছে আমরা ক্ষমতা চাই না, বন্ধুত্ব চাই। কারণ, এটা আমাদের স্বার্থেই দরকার। শত্রুতা করে আমাদের ক্ষতি করেছে ২১ বছর। আমরা সে অবস্থায় আর ফিরে যেতে চাই না।
সড়ক পরিবহন ও সেতুনমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন ভুয়া, সব নাটক ভুয়া, বিএনপিও ভুয়া। জনগণ তাদের বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর মানুষের আস্থা আছে। বিএনপি নেতারাই ভারতের দালাল, ভারত বয়কটের ডাক দিয়ে ভন্ডামি শুরু করেছে। এতে কোনো কাজ হবে না। 
বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বলতে চাই, গঙ্গার পানি শেখ হাসিনাই এনেছেন। পানির চুক্তি কে করেছেন? শেখ হাসিনা। সীমান্ত সমস্যার চুক্তি কে করেছেন? শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ (সমুদ্রসীমা) পেয়েছি আদালতের মাধ্যমে। শুক্রবার বিএনপির সমাবেশে দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায় ‘এক পশরা মিথ্যাচার’ করেছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গয়েশ্বর বাবু কোথায় ছিলেন এতদিন? কোথা থেকে এলেন? কোথায় পালিয়ে ছিলেন? ভারতে? মাথায় উঠেছে গান্ধী টুপি। এখন ভন্ডামি শুরু করেছেন। গয়েশ্বর পল্টনে দাঁড়িয়ে আমাদের ভারতের দালাল বলেছে। এই অপবাদ তো আইয়ুব খান, ইয়াহিয়া খান দিয়েছিলো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, এডভোকেট কামরুল ইসলাম, যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ,সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!