সিনেমায় বলিউড তারকাদের অভিনয় কিংবা সাজপোশাকের মতোই ভক্তদের আগ্রহ থাকে তাঁদের ব্যক্তিগত জীবনের দিকেও বিশেষত তাঁদের প্রেমের গল্পে। বিশেষ করে জেন-জি প্রজন্মের তারকারা প্রায়ই শিরোনামে আসেন সহ-অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন বা কোথাও একসঙ্গে গোপনে সময় কাটানোর সুবাদে। কিন্তু এ নিয়ে তাঁদের মায়েরা কী ভাবেন?
‘কফি উইথ করণ’-এর পুরনো এক পর্বে গৌরী খান ছেলেমেয়েকে যে ডেটিং পরামর্শ দিয়েছিলেন,তা শুনে যে কারো হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। একটি এপিসোডে গৌরী হাজির হয়েছিলেন তাঁর বন্ধু মহীপ কাপুর এবং ভাবনা পান্ডেকে নিয়ে।
তিন বলিউড ‘ওয়াইভস’ তাঁদের রসবোধ আর ঠাট্টা-তামাশায় জমিয়ে তুলেছিলেন আসর। তবে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল যখন করণ শাহরুখ খানের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তিনি মেয়ে সুহানাকে কী ধরনের ডেটিং পরামর্শ দেন।
গৌরী হেসে বলেছিলেন, ‘একই সময়ে দুজন ছেলের সঙ্গে কখনো ডেট কোরো না।’ করণ এরপর জানতে চান, ছেলে আরিয়ানকে তিনি কী পরামর্শ দেন? একটুও দেরি না করে গৌরী জবাব দিলেন, ‘বিয়ের আগে যত খুশি মেয়ের সঙ্গে ডেট করো, কিন্তু বিয়ে হয়ে গেলে ফুল স্টপ।’এমন খোলামেলা উত্তর শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়েছিলেন।
গৌরীর কথা শেষ হতেই করণ মজার ছলে বলেন,‘আমার মনে হয় অনন্যা (পান্ডে) সেটা করেছে,ও এক সময়ে দুজনকে নিয়ে দোলাচলে ছিল।’ তখনই ভাবনা মেয়ের হয়ে সাফাই দিয়ে বলেন, ‘ও দুজনকে নিয়েই ভেবেছিল, তাই একজনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়।’আবারও হাসির রোল পড়ে যায়, করণ শেষমেশ শাহরুখপতœীর উদ্দেশে বলেন, ‘গৌরী, সত্যিই দারুণ পরামর্শ।
ওটিটির পর এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা খান। ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে, যেখানে বাবার সঙ্গে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন তিনি। অ্যাকশন-থ্রিলার এই ছবিতে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। শোনা যাচ্ছে, এটি হতে চলেছে হিন্দি সিনেমার অন্যতম ব্যয়বহুল প্রযোজনা।সঙ্গে থাকবেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালের মতো তারকারা।২০২৬-এ মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবি।
বিলম্ব সত্বেও,‘কিং’কে ঘিরে গুঞ্জন ক্রমশ বেড়েই চলেছে। জানা গেছে, ছবিতে শাহরুখ এমন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।
আপনার মতামত লিখুন :