বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন,জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১২:০২ এএম

ডাকসু নির্বাচন,জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী এক ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। হাইকোর্টের আদেশে সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার পর আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে সংঘবদ্ধ ধর্ষণের পদযাত্রা করা উচিত।’
আলী হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক। তাঁর এই পোস্টের পর ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, সাধারণ শিক্ষার্থী এবং অনেকেই ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন।
ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, ‘রিটকারী নারী প্রার্থীকে লিগ্যালি এবং পলিটিক্যালি ডিল না করে তাকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না।’
এ ছাড়া, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা ফেসবুকে প্রতিবাদ করে লিখেছেন যে, রিট করার জন্য কাউকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার অধিকার নেই এবং আলী হোসেনের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেছেন, ‘তবে সেটাও হতে হবে ডিউ প্রসেসে। এটা সুশীলগিরি হলে আমি সুশীল! লাউড অ্যান্ড ক্লিয়ার!’
অনেকে আলী হোসেনকে ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করলেও, ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ ফেসবুকে জানিয়েছেন যে, আলী হোসেন ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নন।
তিনি আরো বলেছেন, যারা এই ঘটনাকে ছাত্রশিবিরের সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।আলী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি তার এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, আমার এরকম করা উচিত হয়নি।
সেজন্য আমি ক্ষমা প্রার্থী। বিষয়টি আমার পরিবারও জেনে গেছে, সাবাই আমাকে গালাগাল করছে। আমি হেনা আপুর সঙ্গে দেখা করে মাফ চাইব।’
তিনি বলেন,‘আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই, এমনকি ছাত্রশিবিরের সঙ্গেও যুক্ত নই। আমাকে শিবিরের সাথী বলে সবাই ফেসবুকে পোস্ট করতেছে।
অথচ ছাত্রশিবিরের কোনো ধরনের প্রোগ্রাম বা ওদের কারো সঙ্গে আমার কোনো ছবি নেই। আমি ওদের রাজনীতির সঙ্গে জড়িত নই। এ ছাড়াও আমি ছাত্রদল বা ছাত্রলীগও করি না। এমনিতে আমি ফেসবুকে অতিরিক্ত পোস্ট দিয়ে থাকি, যা মন চায় তাই ফেসবুকে পোস্ট করি।’ছবি-সংগৃহীত
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!