মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৩২ এএম

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত

ফাহিমা আক্তার, জবি প্রতিনিধি: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টা ৩০ মিনিটে পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে পুরো দেশের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারও গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।এ প্রেক্ষিতে আজ অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,নির্বাচনের পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
এদিকে, নির্বাচন স্থগিতের খবরে ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ¯েøাগান দেন‘জকসু আমার অধিকার’রুখে দেবার সাধ্য কার,
‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’,
‘প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে’,
‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো একসাথে’,
‘জকসু দিতে হবে দিতে হবে’।
অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, ‘শোকের অজুহাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার স্থগিত করা যায় না। খালেদা জিয়ার মৃত্যুর দিনটি জকসুর মাধ্যমে উপহার দেওয়া যেতো। গনতান্ত্রিক চর্চার এইদিনের নির্বাচন জাতি আজীবন মনে রাখতো। আজকেই জকসু দিতে হবে।
ভিপি প্রার্থী একেএম রাকিব বলেন, প্রশাসন আজ নির্বাচন না দিলে তাদের চেয়ার ছেড়ে দিতে হবে। একটি নির্বাচনের জন্য শিক্ষার্থীরা বছরের পর বছর অপেক্ষা করেছে। ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শেষ মুহূর্তে এভাবে নির্বাচন স্থগিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শিক্ষার্থীদের অধিকার হরণের শামিল
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!