মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামারের সম্পত্তি জব্দের আদেশ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:৫০ পিএম

ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামারের সম্পত্তি জব্দের আদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার আব্দুল কাদেরের ৭ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৯৫৯ টাকা মূল্যের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ১৩  মে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সম্পদ জব্দের আবেদন করেন উপ-পরিচালক মাহবুবুল আলম।
জব্দের আদেশ দেওয়া সম্পদের মধ্যে রয়েছে- রাজধানীর মুগদা থানাধীন মান্ডায় অভিযুক্ত আব্দুল কাদেরের নামে থাকা ৪ দশমিক ৭ কাঠা জমি এবং ওই জমিতে নির্মিত ১০ তলা ভবনে বিনিয়োগকৃত ৫ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫৯ টাকার সম্পদ। এছাড়াও রয়েছে মান্ডায় ৪ দশমিক ৩২ শতাংশ জমি ও ৬ হাজার ৫৪০ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৯০০ টাকা।
আবেদনে উল্লেখ করা হয়, আব্দুল কাদের ক্ষমতার অপব্যবহার, ত্রাণের টাকা আত্মসাৎ, বদলি ও জনবল নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুস গ্রহণসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা দুদকের অনুসন্ধানাধীন। অনুসন্ধানে জানা যায়, তিনি এসব সম্পদ অবৈধ উপায়ে হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!