নওগাঁ প্রতিনিধি: দেশের উত্তরের জেলা নওগাঁয় দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। কমছে তাপমাত্রা, বাধাগ্রস্থ হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হালকা কুয়াশার সঙ্গে শীতের অনুভূতি বাড়ে। রাতভর কুয়াশায় ঢেকে থাকে এলাকা। সকাল গড়ালে সূর্যের আলোয় কমে ঠান্ডা অনুভূতি। দুপুর থেকে বিকেল পর্যন্ত রোদের দাপটে গরম লাগে।
সদর উপজেলার হাপানিয়া এলাকার জয়নাল আবেদীন বলেন, ‘দিনে গরম থাকে, কিন্তু সন্ধ্যা হলেই শীত পড়ে। রাতে কম্বল ছাড়া উপায় থাকে না।’
বরুনকান্দি এলাকার ভ্যানচালক সোবহান বলেন,‘সন্ধ্যার পর বাতাসের কারণে রিকশা-ভ্যান চালানো কষ্ট হয়ে যায়। আজ সূর্য ওঠার আগপর্যন্ত কুয়াশা ছিল। ভোরে যাত্রীও পাওয়া যায় না।’
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :