বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা কেটে পরীক্ষা গ্রহন, শিক্ষকরা কর্মবিরতিতে,

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:৪০ পিএম

কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা কেটে পরীক্ষা গ্রহন, শিক্ষকরা কর্মবিরতিতে,

তানভীর আহম্মেদ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। বুধবার রাতে কলাপাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গেটে শিক্ষকরা তালা ঝুলিয়ে দেয়। বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে এসে শত শত শিক্ষার্থী আটকা পড়ে। এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তালা কেটে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করান এবং পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। তবে বিদ্যালয়ে আসেনি সহকারী শিক্ষকরা। 
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১৭১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত চার দিন ধরে বার্ষিক পরীক্ষা গ্রহণ না করে কর্ম বিরতিতে যায়। তিন দফা দাবি বাস্তবায়নে গতকাল বুধবার থেকে সারা দেশে ‍‍`কমপ্লিট শাটডাউন‍‍` কর্মসূচি পালন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর অংশ হিসেবে পরীক্ষা বর্জন করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত শাটডাউন বা বিদ্যালয়ে তালা ঝুলানো কর্মসূচি অব্যাহত থাকবে। দাবিগুলো হলো- সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ,১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
কোমলমতি শিশুদের শিক্ষাজীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে এই ধরনের অনাকাঙ্খিত কর্মসূচি গ্রহণ সরকারি চাকরি আইন,আচরণ বিধিমালার পরিপন্থী এবং ফৌজদারি আইনেও বিবেচ্য।
অভিভাবকরা বলেন, সারা বছর শিক্ষার্থীর লেখাপড়া করেছে। এখন বার্ষিক পরীক্ষা দিতে এসে বাচ্চারা স্কুলে প্রবেশ করতে পারছে না। এভাবে কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের এ কেমন আন্দোলন। 
কলাপাড়া মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোসা. শিউলি বেগম বলেন, তার বিদ্যালয়ের ৭০২ জন পরীক্ষার্থী। বিদ্যালয়ের দপ্তরি ও অভিভাবকদের নিয়ে প্রশাসনের সহায়তায় পরীক্ষা নিতে হচ্ছে। 
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গতকাল রাতে খবর পেয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের গেটে সহকারী শিক্ষকরা তালা ঝুলিয়ে দিয়েছে। বিষয়টি জানতে পেরে আজ সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তালা ভেঙ্গে  পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের জিম্মি করে এই আন্দোলনের নামে  যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!