আ. হা. দিনার :- সুদানে আবেই অঞ্চলে নিহত জাহাঙ্গীর আলম এর নামাজের জানাযা আজ রোববার আসরের নামাজের পর তার নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ইউনিয়নের আকন্দ বাড়ির পারিবারিক কবর স্হানে দাপন সম্পূর্ণ হয়।
জানা যায়, ২০১৪ সালের অক্টোবর মাসে সেনাবাহিনীর চাকরীতে যোগদান করার পর থেকে গত নভেম্বর মাসে সুনাদে মিশনের জন্য দেশ পাড়ি দেন জাহাঙ্গীর আলম। মিশনে যাবার প্রায় দেডমাস হতেই সুদানের আবেহ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সৈনিক, তাদের মধ্যে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ইউনিয়নের আকন্দ বাড়ির হযরত আলী ছেলে জাহাঙ্গীর আলম নিহত হন। গত ১৩ ডিসেম্বর হামলায় নিহত হাওয়ার সপ্তাহে পর লাশ সেনাবাহিনীর সহযোগিতায় নিজ জেলা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বেলা ৪ টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌছে । পরে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিহত জাহাঙ্গীর আলম এর লাশ নিজ বাড়িতে নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আশপাশের বিভিন্ন পেশার মানুষ তার বাড়িতে ভীর জমাই। পরে আসর নামাজের পর তার বাড়ির পাশে মাঠে নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্হানে দাপন করা হয়। তিনি সেনাবাহিনীর মেসওয়েট্রেস হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে গার্ট অফ অনার প্রদান করা হয়। মৃত্যুকালে তিনি বাবা- মা, ভাই বোন,স্ত্রী ও ৩ বছরে ১ পুত্র সন্তান রেখে গেছেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :