শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও বিক্ষুব্ধ ছাত্র-জনতার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:৫৪ পিএম

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও বিক্ষুব্ধ ছাত্র-জনতার

বিপ্লব দাশ,বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গেৃপ্তার  দাবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবান পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করা হয়।এ সময় বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেপ্তার করবেন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এখনো তা না করায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।এর আগে গত রাত সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ জানতা। পরে বিক্ষোভ মিছিল আকারে স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেন তারা।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!