হারুন অর রশিদ দুদু, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী, বি ডি ০৪২১ এর কার্যক্রম বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার দুপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী, বি ডি ০৪২১ এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রজেক্ট হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। এল.সি.সি. কমিটির চেয়ারম্যান পা. যোনাথন বনোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,টিডব্লিউএ ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান মি. নবেশ খকসী, দৈনিক কালবেলা পত্রিকার ঝিনাইগাতী প্রতিনিধি হারুন অর রশিদ দুদু। আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন। সভার শুরুতেই বিডি ০৪২১ এর প্রজেক্ট ম্যানেজার মি. জনেন্দ্র চাম্বুগং সংস্থার কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী তার বক্তব্যে বলেন, “সংস্থাটি মায়েদের মাতৃত্বকালীন সেবা প্রদান, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পড়াশোনায় সহায়তা প্রদানসহ আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটির কার্যক্রম প্রশংসনীয়। এ ক্ষেত্রে শিক্ষক, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা বিশেষ ভূমিকা রাখতে পারেন।”
আপনার মতামত লিখুন :