সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৭:২৫ পিএম

ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

হারুন অর রশিদ দুদু, শেরপুর :শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও এলাকায় শিশু ইলিয়াস আলী হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় গান্ধিগাঁও এলাকার স্থানীয়রা এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ এলাকাবাসী অংশ নেন। তারা হাতে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, “শিশু ইলিয়াসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।” এলাকাবাসী সরকারের কাছে দ্রæত বিচার আইন অনুযায়ী হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি— নিশ্চিত করার জোর দাবি জানান। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ২০২৫ গভীর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে শিশু ইলিয়াস আলীকে নির্মমভাবে হত্যা করা হয় বলে জানা যায়। পরে শিশুটির মরদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!