বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

দেশের ১২ জেলায় চলছে শৈত্যপ্রবাহ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১২:১৯ এএম

দেশের  ১২ জেলায় চলছে শৈত্যপ্রবাহ

ডেইলি খবর ডেস্ক: পৌষের শীতের ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের বড় অংশ। দেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল হয়ে দক্ষিণ-পশ্চিম পর্যন্ত বিস্তৃত এই কুয়াশার কারণে দিনের বেলাতেও অনেক জায়গায় সূর্যের দেখা মিলছে না। কুয়াশা ও হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাসের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। 
সোমবার রাজশাহী বিভাগের আট জেলা এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, দিনাজপুরসহ ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
তীব্র শীত ও ঘন কুয়াশায় রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভোর থেকে দুপুর পর্যন্ত অনেক এলাকায় ৫০ থেকে ১০০ মিটারের বেশি দূরের কিছুই দেখা যাচ্ছে না। এর প্রভাব পড়েছে সড়ক ও নৌপথের যোগাযোগ ব্যবস্থায়ও।
রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজীরহাট নৌপথে কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রোববার মধ্যরাতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় সাত ঘণ্টা পর আজ সকাল সোয়া ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়। আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ছিল প্রায় ১০ ঘণ্টা। পরে সকাল সোয়া ৯টা থেকে চলাচল স্বাভাবিক হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে-৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে-৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও রাজধানী ঢাকায় সোমবার তাপমাত্রা আগের দিনের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে; কুয়াশার কারণে শীতের অনুভূতি কমেনি।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, শৈত্যপ্রবাহের পরিধি কিছুটা বেড়েছে এবং সামগ্রিকভাবে তাপমাত্রা কমেছে। তবে আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর আবার তা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গঙ্গা অববাহিকা হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ঘন কুয়াশা বিস্তৃত থাকায় শীতের মাত্রা বেড়েছে। কুয়াশার কারণে সূর্যের কিরণকাল কমে যাচ্ছে, অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলো কম আসছে। এর সঙ্গে পরিবেশদূষণ যুক্ত হয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শীতকে আরও তীব্র করে তুলছে।
আবহাওয়াবিদরা সতর্ক করছেন,আপাতত কুয়াশা ও শীত থেকে স্বস্তির আশা খুব বেশি নেই। দিনে তাপমাত্রা সাময়িকভাবে বাড়লেও সূর্যের দেখা না মিললে কনকনে শীত আরও কিছুদিন ভোগাতে পারে দেশের মানুষকে।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!