সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

বৃষ্টিতে শহীদ মিনারে আন্দোলনকারীদের ঢল, নতুন কর্মসুচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৪, ০৭:০৯ পিএম

বৃষ্টিতে শহীদ মিনারে আন্দোলনকারীদের ঢল, নতুন কর্মসুচি

 দিনভর বৃষ্টিতে শহীদ মিনারে আন্দোলনকারীরা, নতুন কর্মসুচি নিয়ে বাড়ি ফিরেছেন শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা ‘দ্রোহযাত্রায়’ অংশ নেওয়া আগতরা। এতে বৃষ্টি উপেক্ষা করেই শহীদ মিনারে জমায়েত হয়েছিলেন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যাওয়ার আগে নতুন কর্মসুচি ঘোষনা করা হয়। এতে ৪ আগস্ট রোববার গণমিছিলের ডাক দেওয়া হয়েছে, গণমিছিল শুর হবে প্রেস ক্লাব থেকে। আরও আছে  আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার, গ্রেপ্তারদের মুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান চালু ও বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগের দাবি জানানো হয়েছে। দাবি মানা না হলে ওইদিন বিকেলে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। যা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে। শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রায় ছাত্র-জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম।
শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে যান।
এরই মধ্যে শহীদ মিনারের অসংখ্য শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করেই চলছে এ আন্দোলন।এদিকে, শাহবাগ মোড়ে সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যাকান্ডের বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
এছাড়া সায়েন্সল্যাব মোড়ে জুমার নামাজের পর গণমিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি নিয়ে তারা ল্যাবএইড মোড় গিয়ে আবার ফিরে আসেন। সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন তারা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের পাঠানো এক বার্তায় শুক্রবার সারা দেশে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!