নিজস্ব প্রতিবেদক: দেশের উওরাঞলের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচ দিন ধরে সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা বজায় রয়েছে। হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাসে সেখানে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্যের কারণে স্থানীয়দের কাছে শীত আরও তীব্র হচ্ছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন এতে চরম ভোগান্তিতে পড়েছেন।
এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যদিও আজ ঘন কুয়াশা নেই, তবে ভোরে হালকা কুয়াশা চোখে পড়েছে। সূর্য উঠলেও ঠান্ডার দাপট কমেনি।
গত মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে দিন-রাতের এমন বড় তাপমাত্রা বৈষম্যের কারণে শীতের প্রভাব আরও বাড়ছে। প্রচন্ড ঠান্ডায় সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে; অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা নিম্নমুখী। মাসের শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সামনে শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :