শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৯:২৮ পিএম

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

হারুন অর রশিদ দুদু, শেরপুর : টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সদর বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পানির তীব্র স্রোতে নদীর তীরবর্তী কয়েকটি ঘর ভেঙে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন নদীর পাড়ের মানুষ। স্থানীয়রা জানান, দুপুর থেকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করে। একপর্যায়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ও উপজেলা সদর বাজারে পানি ঢুকে পড়ে। এ সময় উপজেলার খৈলকুড়া গ্রামের সাত্তার মিয়া, বারেক মিয়া, বাচ্চু মিয়া, রহিম মিয়া,আমিনুলের বাড়িসহ সাত-আটটি বাড়ি ভেঙে যায়। এ ছাড়া সোমেশ্বরী নদীর পানি বেড়ে ধানশাইল ইউনিয়নের কারাগাঁও-ধানশাইল সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার ১১৩ হেক্টর রোপা আমন আবাদ পানির নিচে নিমজ্জিত হয়েছে। পানি বাড়তে থাকে তাহলে আরও বেশি আবাদ পানিতে ক্ষতিগ্রস্থ হতে পারে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ ও রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!