আ. হা. দিনার : যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় শহরের রথখলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো: মাজহারুল ইসলামের পক্ষে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় রথখলায় গিয়ে শেষ হয়। এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিনিয়র নেতা মাসুদ হেলালী ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলের নেতৃত্বে একটি বিজয় র্যালি শহরের স্টেশন রোড থেকে বাহির হয়ে শহর প্রক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এর আগে বেলা ১১টায় দিবসটি উপলক্ষে জেলা জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো: রমজান আলীর নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :