শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

শেরপুরের শ্রীবরদীতে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৭:৫১ পিএম

শেরপুরের শ্রীবরদীতে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

হারুন অর রশিদ দুদু, শেরপুর :শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কিশোরীদের বার্ষিক সমাবেশে সভাপতিত্ব করেন এস এস টি সদস্য ও কুতুবপুর আশার আলো সিবিও সভাপতি সুবেদা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কর্মকর্তা মারুফা আক্তার সোনালী ব্যাংক শ্রীবরদী শাখার সিনিয়র অফিসার শামসুদ্দিন ইলিয়াস শাহ (রিপন), কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কারিতার সীডস কর্মসূচির শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুলভ দফো, তিলোত্তমা রিছিল প্রমুখ। কিশোরী শান্তা মনির সঞ্চালনায় বার্ষিক সমাবেশে তাদের শিখন সহভাগিতা করেন উম্মে আয়মান, সাথী আক্তার, রিমা আক্তার। পূর্ব জুলঙ্গা রজনিগন্ধা কিশোরী সংলাপ কেন্দ্রের কিশোরীরা বাল্যবিবাহ প্রতিরোধ বিষক নাটিকা চুকচুকি আলোর দিশারী সংলাপ কেন্দ্রের কিশোরীরা প্রতিবন্ধী ব্যক্তিদের যতœ বিষয়ক নাটিকা প্রদর্শন করে। জীবন ও চরিত্র গঠনে পড়ালেখার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। ক্যারিয়ার গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা ও দায়িত্ব বিষয় আলোচনা করেন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. শামসুদ্দিন ইলিয়াস শাহ (রিপন)। অতিথিগণ তাদের বক্তব্যে বিভিন্ন বিষয়ে তথ্য ও পরামর্শ দেন। কিশোরীদের বার্ষিক সমাবেশে শ্রীবরদী উপজেলার তিনটি কিশোরী সংলাপ কেন্দ্রের ও সংলাপ ফোরামের প্রায় ৭০ জন কিশোরীরা অংশগ্রহণ করে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!