শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

রহস্যময় দেশ থানচির তিন্দু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৫:৩১ পিএম

রহস্যময় দেশ থানচির তিন্দু

সরকারি কিংবা সাপ্তাহিক ছুটি পেলে প্রকৃতিপ্রেমীরা ছুটে যান বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকায়, যেটি ‘পাথরের রাজার দেশ’ নামে পরিচিত। ছোট-বড় অসংখ্য পাথর আর নিসর্গের অপার সৌন্দর্যে ভরপুর এই এলাকাটি এখন পর্যটকদের জন্য এক অনন্য অ্যাডভেঞ্চার স্পট হয়ে উঠেছে।
তিন্দুতে রয়েছে বিশেষ একটি প্রাকৃতিক আকর্ষণ বংডহ ক্যহলুং, স্থানীয় মারমা ভাষায় যার অর্থ ‘মুকুটধারী রাজা পাথর’। মারমা সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, এটি একটি পবিত্র পাথর।
স্থানীয়দের ভাষ্যমতে, বহু বছর আগে এক সাধক দিব্য জ্ঞান লাভ করে জানতে পারেন সাঙ্গু নদীতে (মারমা ভাষায় রিগ্রিখ্যং) গুপ্তধনের অস্তিত্ব রয়েছে। সেই সন্ধানে তিনি আরাকান থেকে কালাডাইন নদী পাড়ি দিয়ে এসে এক বিশাল পাথরের ওপর ধ্যানমগ্ন হন। পরে ফেরার সময় ভুলবশত তার পাগড়ি (মারমা ভাষায় গবং বা মুকুট) ওই পাথরের ওপর রেখেই চলে যান। মারমা সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, সেই মুকুট আজও পাথরের চূড়ায় দৃশ্যমান। এ থেকেই পাথরটির নাম হয়েছে ‘বংডহ’পাথরের রাজা।
সাম্প্রতিক সময়ে কেএনএফ-এর ডাকাতি ও নিরাপত্তাজনিত কারণে তিন্দু অঞ্চলে পর্যটনের ওপর নিষেধাজ্ঞা ছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন থানচি সদর থেকে মদক, তিন্দু ও বাকলাই পাড়া পর্যন্ত পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সাঙ্গু নদীর মনোরম নৌপথ ধরে যেতে যেতে ছোট-বড় অসংখ্য পাথরের দেখা মেলে। তিন্দু এলাকায় বিশেষ করে বংডহ ও ক্যহপাজ্জা: স্বং এই দুই প্রাকৃতিক আকর্ষণ ঘিরে পর্যটকদের আগ্রহ বেশি।
ঢাকা থেকে আগত এক ভ্রমণপিপাসু বলেন, তিন্দু যেন এক স্বর্গরাজ্য। পাহাড়, নদী, ঝরনা আর বিশাল পাথরের এক অনবদ্য মেলবন্ধন এখানে। বর্ষা শেষে এখন তিন্দুর প্রকৃতি আরও রঙিন হয়ে উঠেছে। পাথরের স্তরে স্তরে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার দৃশ্যপট।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিলের পর পর্যটকের সংখ্যা বাড়ছে। এতে করে ফের কর্মসংস্থান ও আয়ের পথ খুলছে। তারা আশা করছেন, দ্রæতই সব স্পট পুনরায় খুলে দেওয়া হবে।
তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যরাং ত্রিপুরা জানান, সাঙ্গু নদী ধরে নৌপথে থানচি সদর থেকে মাত্র ১২ কিলোমিটার উজানে গেলেই তিন্দু। তবে বর্ষাকালে পানির স্রোত বেড়ে যাওয়ায় কিছুটা ঝুঁকি থাকে।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মজুমদার বলেন,নৌভ্রমণ নিরাপদ করতে পর্যটকদের লাইফ জ্যাকেট পরিধানসহ নানা দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত কাজ করছে। সুত্র-ইওেফাক

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!