শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

দেশের ২০ অঞ্চলের জন্য আবহাওয়ার সতর্কবার্তা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৯:২৩ এএম

দেশের ২০ অঞ্চলের জন্য আবহাওয়ার সতর্কবার্তা

সারা দেশের ২০ অঞ্চলে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে, এমন সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আজ বুধবার (৮ অক্টোবর) রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ/পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!