শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ইলিশ ধরা শুরু, জেলেদের মুখে হাসির ঝিলিক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৪, ১১:২৯ এএম

ইলিশ ধরা শুরু, জেলেদের মুখে হাসির ঝিলিক


ইলিশ ধরা শুরু হযেছে। জেলেদেও মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। জাটকা সংরক্ষণে ২ মাসের নিষেধাজ্ঞা শেষবুধবার (১ মে) ভোর থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরতে ব্যস্ত হয়ে ওঠেছেন জেলেরা। ভোর থেকেই, এই দুই নদীর বিভিন্নস্থানে ছোটবড় অসংখ্য জাল ফেলেছেন জেলেরা। জাটকা সংরক্ষণে ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরতে ব্যস্ত হয়ে ওঠেছেন জেলেরা। তাদের জালে অন্য মাছের সঙ্গে দু একটা ইলিশ মাছও উঠে আসছে। স্থানীয় কয়েকজন জেলে আসা প্রকাশ করে জানান, তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশসহ অন্যান্য মাছ। আর এমনটি হলে গত ২ মাসের দুঃখ কষ্ট ভুলে যাবেন তারা। কারণ, নিষেধাজ্ঞার এই সময়টিতে তারা ধারদেনা করে আর জাল ও নৌকা মেরামত করতে মহাজন এবং এনজিও সমিতি থেকে ঋণ তুলেছেন। তাই মাছ ধরা পড়লেই তা বিক্রি করে পরিশোধ করতে পারবেন। না হয়, ধারদেনার দায় নিয়ে কঠিন সময় পার করতে হবে তাদের। এদিকে, সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার ঘুরে দেখা গেছে, সামান্য পরিমাণের ইলিশসহ অন্যান্য মাছ বিক্রির জন্য তোলা হয়েছে। আর এসব মাছের দামও বেশ চড়া।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!