ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদুপর-৪ আসন থেকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় আবারও সড়ক অবরোধ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ড গাছের গুড়ি ফেলে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
অবরোধের সময় ভাঙ্গা থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে বিপুল সংখ্যক অবরোধকারীর কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। এতে দুই পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এছাড়াও আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করায় ভাঙ্গা-খুলনা মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।
প্রসঙ্গত, সীমানা পুনর্বিন্যাসের এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর ভাঙ্গায় দুই দফা ব্যাপক সড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে সে সময় তারা অবরোধ তুলে নেন। এতে কাজ না হওয়ায় ওই দুই ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :