বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

হোসেনপুর ইউএনও ও এ এসপি প্রত্যাহার চেয়ে বিক্ষোভ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:২৫ পিএম

হোসেনপুর ইউএনও ও এ এসপি প্রত্যাহার চেয়ে বিক্ষোভ

আ. হা. দিনার : কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার   এএসপি মো.তোফাজ্জল হোসেন প্রত্যাহার  চেয়ে হোসেনপুর ছাত্র জনতার ব্যানারে  আজ বুধবার বিকাল ৪টায় হোসেনপুর পাইলট স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে হোসেনপুর নতুন বাজার মোড চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য করেন গণ অধিকার সাবেক নেতা রিপন রাজ, জুলাই যোদ্ধা আকাশ, সাধারণ শিক্ষার্থী জনি, শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ ও ব্যবসায়ী মধু কিস্তি প্রমুখ। 
বিক্ষোভ কারীরা হোসেনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার গতকালের আচরেন তীব্র নিন্দা ও এমন কর্মের প্রতিবাদ করেন। বক্তারা বলেন জামাই বউ মিলে হোসেনপুরটাকে তাদের তাবেদার বানিয়েছে, ফ্যাসিবাদ হাসিনার এজেন্ট হিসেবে হোসেনপুরকে ব্যবহার করতে চাই।  উল্লেখ গতকাল হোসেনপুর সরকারি অনুষ্ঠানে দলীয় ¯েø­াগান বন্ধ করা নিয়ে  আলোচনায় আসেন কাজী নাহিদ ইভা।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!