বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মাদক মুক্ত সমাজ গড়ার দাবীতে সাভারে মানববন্ধন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৪:৩৭ পিএম

মাদক মুক্ত সমাজ গড়ার দাবীতে সাভারে মানববন্ধন

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা) : মাদক মুক্ত সমাজ গড়ার দাবীতে সাভারে মানববন্ধন, র‌্যালী ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধিবার (৩০ এপ্রিল) দুপুরে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে সর্বস্তরের জনগণকে নিয়ে এ মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।  মানববন্ধন শেষে বর্ণাঢ্য র‌্যালী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে এসে  সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সনাকের সাধারণ সম্পাদক ও স্বর্ণপদক প্রাপ্ত সমাজ সেবক সালাউদ্দিন খান নঈম।
এসময় আরো উপস্থিত ছিলেন, সুমন জন রাজারিও, আগস্টিন মিটু হালদার, সাখাওয়াত হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।মানববন্ধনে বক্তারা এসময় বলেন, কারিতাস একটি সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই কারিতাস প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সাভারে মাদকের ভয়ংকর পরিস্থিতি মোকাবেলায় এবং গণসচেতনতা বৃদ্ধিতে সংস্থাটি অবদান রাখছে। ছাত্র. শিক্ষক, ব্যবসায়ী, ব্র্যাক. বাংলাদেশ মহিলা পরিষদ, ওএপিডি, গ্রামীণ শিক্ষা, জয় স্যোসাল ডেভেলপমেন্ট, এসডি, শিল্ড, নদী ও পরিবেশ বাঁচাও সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, প্রান্তিক পর্যায়র জনগোষ্ঠী,সাংবাদিক,সমাজকর্মীসহ নানা পেশাজীবির জনগণ মানববন্ধন অংশগ্রহণ করেন। 
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!