মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

বান্দরবানে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১০:০০ পিএম

বান্দরবানে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

বিপ্লব দাশ,বান্দরবানঃ বান্দরবান জেলায় নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুর রহমান সোমবার সকাল ১০টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই।
সভায় তিনি জানান, বান্দরবান জেলা পুলিশের লক্ষ্য এই সম্প্রীতির জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এছাড়া তিনি সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়েছেন, তার মোবাইল ফোন এবং দরজা সব সময় সকল নাগরিকের জন্য খোলা। “যে কোনো প্রয়োজনে যে কোনো ব্যক্তি নির্দ্বিধায় পুলিশি সেবা পাবেন,” তিনি বলেন।
নির্বাচন বিষয়ক প্রস্তুতির কথাও উল্লেখ করে এসপি বলেন, “সারাদেশে ৪৩ হাজার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় ১ লাখ ৫২ হাজার পুলিশ সদস্যের নির্বাচনি দায়িত্বপালনের ক্ষেত্রে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য একটি বিশেষ ট্রেনিং চলমান আছে। এটি এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচনি প্র¯ুÍতি।” তিনি আরও বলেন,“এ অঞ্চলের ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আতিকুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনএ জাকির এবং জাতীয় ও স্থানীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নতুন পুলিশ সুপার আবদুর রহমানের এই মতবিনিময় সভা জেলার সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং জনগণ ও মিডিয়ার মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!