শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ জাহিদ হাসান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে স্থানীয় তরুণ সংগঠন “শরণখোলার অদম্য তারুণ্য”।চাঁদাবাজি,অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এই তরুণরা বৃহস্পতিবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং একটি ন্যায়পরায়ণ, স্বচ্ছ ও জনবান্ধব উপজেলা গড়ার নীতি-অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তরুণ প্রতিনিধি দল জানান,“দেশের মতো শরণখোলাকেও আমরা দুর্নীতিমুক্ত,ন্যায়পরায়ণ ও জনগণের অধিকারসংরক্ষণে সক্ষম একটি উপজেলায় পরিণত করতে একসাথে কাজ করে যেতে চাই। ইনশাআল্লাহ জনসেবার প্রতিটি উদ্যোগে আমরা প্রশাসনের পাশে থাকবো।”
ইউএনও মোঃ জাহিদ হাসান তরুণদের এই ইতিবাচক মনোভাব ও দায়িত্ববোধকে প্রশংসা করে বলেন,“এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার গতিশীলতায় তরুণ সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মতো উদ্যমী তরুণদের সহযোগিতা পেলে যেকোনো পরিবর্তন সম্ভব।” তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময়ই সৎ, গঠনমূলক ও সমাজমুখী কর্মকান্ডে তরুণদের পাশে থাকবে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :