রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নেতার আগমনে বিলবোর্ড পোস্টারে ছেয়েছে নীলফামারীর দেয়াল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ১১:১৯ এএম

নেতার আগমনে বিলবোর্ড পোস্টারে ছেয়েছে নীলফামারীর দেয়াল

পারভেজ উজ্জ্বল, নীলফামারী:নীলফামারী বিএনপির সাবেক সভাপতি বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও ষষ্ঠ সংসদের সাংসদ প্রকৌশলী শাহরীন ইসলাম চৌধুরী তুহিন   দীর্ঘ ১৭ বছর পর তার জন্মভূমি নীলফামারীর মাটিতে পদধূলি নেবেন। তার আগমনে নীলফামারীর ৬ উপজেলায় সাজ সাজ রব,প্রতিটি সড়ক মহাসড়কের দুপাশে বিএনপি সহ দলের অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের নেতার সাথে শুভেচ্ছা বিনিময়ের পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে। প্রিয় নেতাকে একটি নজর দেখার জন্য উন্মুখ হয়ে আছে নীলফামারী ডোমার ডিমলা ও জলঢাকার মানুষেরা। জানা যায় আজ ১৭ মে শনিবার সকালে গুলশানের বাসভবন থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানে করে সৈয়দপুর বিমান বন্দরে নেমে নীলফামারীতে সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় যোগ দেবেন। এরপর ডোমারের সোনারায় ইউনিয়ন হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন,ইন্জিনিয়ার শাহরীন ইসলাম তুহিন। সুত্র মতে জানা যায়, নব্বই দশকে নীলফামারীর বিএনপির রাজনীতি মেরামত ও তৃণমূল পর্যায়ে শহীদ জিয়ার আদর্শ পৌঁছাতে নীলফামারীর জেলার দায়িত্ব অর্পণ করেন ইন্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন এর ওপর। দায়িত্ব নেবার পর থেকে গোটা জেলা কে পুরনো ও নতুনত্বের নেতৃত্ব দিয়ে ঢেলে সাজান বিএনপি কে। তিনি ১৯৯৬ সালে ষষ্ঠ সংসদের সাংসদ নির্বাচিত হয়ে নীলফামারী ডোমার ডিমলা ও জলঢাকা উপজেলা বিএনপি কে একক প্রতিনিধিত্ব করার দল হিসেবে গড়ে তোলেন। ঘটনার কালপ্রবাহে ২০০৭ সালের জানুয়ারীতে জান্তা সমর্থিত ফকরউদ্দিনের সরকার মাইনাস টু ফরমুলায় অগ্রসর হয়ে হটাৎ করে পিছুটান নিয়ে মাইনাস ওয়ানে নামেন, বিএনপির রাজনীতি কে ধ্বংস ও নেতৃত্ব শুন্য করতে তারই ধারাবাহিকতায় ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান কে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে ওঠে, একের পর এক মিথ্যা মামলায় জরিয়ে দেয়। পাশাপাশি তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী বিএনপির সভাপতি ইন্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন কে মিথ্যা দূর্নীতি মামলায় জরায়। তিনি উপায়ন্তর না পেয়ে প্রবাসে চলে যান। এবং সেখান থেকে নীলফামারী বিএনপির নেতৃত্ব দেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পিতা অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। সেই নির্বাচনে ব্যাপক কারচুপি করে নৌকার প্রার্থী আফতাব উদ্দিন সরকার নির্বাচিত হন। নীলফামারীতে আগমন বিষয়ে পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ডেইলি খবর ২৪ ডটকমকে বলেন, আমরা ভীষণ আনন্দিত দীর্ঘ প্রায় দেড় যুগ পরে তিনি নীলফামারীতে আসছেন, তিনি আমাদের বিএনপি কে শক্তিশালী সংগঠন রুপে প্রতিষ্ঠিত করে গেছেন, তার আগমনে বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এককাতারে দাঁড়িয়েছে,নীলফামারী পৌর বিএনপির পক্ষ থেকে প্রিয় নেতা ইন্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন কে  শুভেচ্ছা ও  অভিনন্দন জানাচ্ছি। দলীয় সুত্রে জানা যায় তিনি আগামী ১৯ মে তিনি জলঢাকা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান করবেন।

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!