শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ১

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:২২ পিএম

ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ১

হারুন অর রশিদ দুদু, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর ইলিয়াস (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইলিয়াস ওই গ্রামের কালু গাজীর ছেলে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেনি ইলিয়াস। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পরে শুক্রবার রাতে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন জানান, এ ঘটনায় নাজমুল নামে স্থানীয় এক মুরগি খামারিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খামারের বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটি মারা যায় এবং পরে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!