সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৩৪ পিএম

হাতীবান্ধা সীমান্তে বিজিবির  অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

কাজী শাহ আলম লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধার বিভিন্ন সীমান্তে তিস্তা বিজিবির টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে। 
জানাগেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদল রবিবার (২৩ নভেম্বর ২০২৫)  পৃথক ০৩টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পূর্ব সিংগীমারী এবং বাড়াইপাড়া নামক স্থান হতে ভারতীয় ফেন্সিডিল-৯৮ বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ-৪৮৩ বোতল মাদক আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য-২,৩২,৪০০/-  (দুই লক্ষ বত্রিশ হাজার চারশত টাকা)।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসায়িরা বিজিবির অভিযান বুঝতে পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পড়ে বিজিবি ভারতীয় এসব মাদকদ্রব্য  উদ্ধার করেছে। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!