সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

হাতীবান্ধায় বিশ^ ডায়াবেটিস দিবস পালিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৬:২৫ পিএম

হাতীবান্ধায় বিশ^ ডায়াবেটিস দিবস পালিত

কাজী শাহ আলম লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকালে র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  শরিফুল আমিন,  আবাসিক মেডিকেল অফিসার  ডাক্তার আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচির এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক মহামারি। ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে ডায়াবেটিস সচেতনতা বাড়াতে এ দিবস পালিত হয়ে আসছে। কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি। তাই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন ও সচেতনতা বাড়ানো অপরিহার্য।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!