কাজী শাহ আলম : লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তে ভারতীয় তারকাঁটারের বেড়া কর্তনকারী চিহ্নিত গরু চোরাকারবারী মোঃ লাভলু হোসেনকে গভীর রাতে আটক করেছে বিজিবি।বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বুড়াসারডুবি এলাকার খলিল মিয়া`র ছেলে মোঃ লাভলু হোসেন (৪০) দীর্ঘদিন থেকে চোরাকারবারীর মাধ্যমে ভারতীয় গরুর ব্যবসা করে আসছে। রবিবার দিনগত (২৪ নভেম্বর ২০২৫) বুড়াসারডুবি এলাকায় সীমান্তে গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে গভীর রাতে
ভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কর্তন করতে গেলে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ বড়খাতা বিওপির টহলদল তাকে আটক করে। এসময় তারকাঁটার বেড়া কাটার জন্য লাভলুর ব্যবহারিত ০১টি প্লাস, ০১টি স্মার্ট ফোন এবং ০২টি সীমকার্ড জব্দ করে বিজিবি। আটককৃত আসামী লাভলুকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুড়াসারডুবি এলাকার ০১জন চিহ্নিত গরু চোরাকারবারী মোঃ লাভলু হোসেন, গভীর রাতেভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কর্তন করতে গেলে তাকে আটক করা হয়।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :