শনিবার, ০৩ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নীলফামারী তিস্তা ক্যানেল থেকে লাশ উদ্ধার করছেন কিশোরগঞ্জ পুলিশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ০১:২৯ পিএম

নীলফামারী তিস্তা ক্যানেল থেকে লাশ উদ্ধার করছেন কিশোরগঞ্জ পুলিশ

পারভেজ উজ্জ্বল, নীলফামারী : নীলফামারী কিশোরগঞ্জের তিস্তা ক্যানেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।জানা যায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ কুড়িবিষ্যা গ্রামের মৃত আজগর আলীর পুত্র নজরুল ইসলাম (৬৪) তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।  নিখোঁজের তিনদিন পর আজ ২ মে শুক্রবার সকাল আনুমানিক ১০টায় নীলফামারী কিশোরগঞ্জের সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া পশ্চিম পাড় তিস্তা ক্যানেল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কিশোরগঞ্জ পুলিশ। সেখানে উপস্থিত এলাকাবাসীরা জানান, নজরুলের লাশ তিস্তা সেচ ক্যানেলে হাটু উপরে পানিতে ভাসমান অবস্থায় ছিল।
খবর পেয়ে মৃত নজরুল ইসলামের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা জানায়, নজরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। তারা বলেন, গত ২৯ এপ্রিল মঙ্গলবার হইতে নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন খোঁজা-খুঁজির পর না পেয়ে গঙ্গাচড়া থানায় জিডি করেন এবং বিভিন্ন এলাকায় মাইকে প্রচারণা করেন।
কিশোরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেইলী খবর ২৪ ডটকম কে জানান, মৃত নজরুল ইসলামের লাশ আইনগত প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে এবং পরিবার কে খবর দেয়া হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!