বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

কিশোরগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী মোসাদ্দেক আলী ভূইয়ার সমর্থনে মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:৩৭ পিএম

কিশোরগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী মোসাদ্দেক আলী ভূইয়ার সমর্থনে মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি

আ. হা. দিনার :-কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূইয়ার সমর্থনে “মার্চ ফর দাঁড়িপাল্লা” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে সমবেত হয়ে কর্মসূচিটি শুরু হয়।পরে বর্ণাঢ্য মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
কিশোরগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পথে পথে দাঁড়িয়ে থাকা ভোটারদের উদ্দেশে হাত নেড়ে সমর্থনের আহ্বান জানান প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূইয়া।
সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন,“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। যারা দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করতে চায়,সন্ত্রাস তৈরি করতে চায়, চাঁদাবাজি ও দুর্নীতি করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাদের ব্যালট রেভ্যুলেশনের মাধ্যমে জবাব দিতে হবে।”
তিনি আরও বলেন,“আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। সুস্পষ্টভাবে বলতে চাই, জামায়াতে ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করে না। জামায়াত ইসলামভিত্তিক, কোরআনভিত্তিক রাজনীতি করে। বরং যারা নির্বাচন এলেই কৃত্রিম ধর্মীয় আবরণ পরে, তারাই আসলে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর শাখার আমীর আ.ম.ম. আব্দুল হক, সেক্রেটারি আ.ন.ম. নঈম, সদর উপজেলা আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!