শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের মিঠামইনে মতি মিয়া (৬২) নামের এক কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারী) সকালে একটি সেচের নালা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোতা মিয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় মতি মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের গলা কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি। এ বিয়য়ে পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :