বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সারাদেশেই বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৯:১০ এএম

সারাদেশেই  বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে

ঢাকাসহ সারাদেশের আট বিভাগেই দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার ৬টা পর্যন্ত আবাহওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের স্বাক্ষর করা পূর্বাভাসে জানানো হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বুধবার রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।  
এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই মাত্রায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।কাল বৃহস্পতিবারও আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকতে পারে। সেদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি অথবা বিদ্যুৎ চমকানো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা থাকলেও সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
পরদিন শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় একই ধরনের ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যদিও রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন নাও হতে পারে।  শনিবার দেশের আটটি বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি অথবা বিদ্যুৎ চমকানো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দিন ও রাত দুই সময়ের তাপমাত্রাই সামান্য বাড়তে পারে।
এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে এবং সেই সঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে।
এদিকে নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল যেমন টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, বগুড়া, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।  এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!