পারভেজ উজ্জ্বল,নীলফামারী প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে নীলফামারী ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। গতকাল ১৪ মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে ও দুদকের উপসহকারী পরিচালক জয়ন্ত শাহা, মঞ্জুরুল হক সমন্বয়ে টিম এই অভিযান পরিচালনা করেন।
এ সময় নীলফামারীর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে ঔষধ সরবরাহ, চিকিৎসা সেবার বিভিন্ন বিষয়, জনবল নিয়োগসহ নানান বিষয়ের উপর তথ্য যাচাই করে দুদকের অভিযানিক দল।জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু আল হাজ্জাজ ও সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফিসহ নার্স, ওয়ার্ড বয় এবং ভান্ডার রক্ষকের সাথেও কথা বলেন দুদক সদস্যরা।
তদন্ত শেষে সংবাদকর্মীদের দুদক সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, আমরা হাসপাতালের বিভিন্ন সেবা ও জনবল নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করে বিষয় গুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং এই রিপোর্টের বিষয়ে কমিশন চুরান্ত সিদ্ধান্ত নেবে।
দুদকের অভিযানের বিষয়ে জানতে চাইলে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু আল হাজ্জাজ ডেইলি খবর ২৪ ডটকমকে জানান, ঔষুধসহ কয়েকটি বিষয় নিয়ে দুদক অভিযানিক দল তদন্ত করেছে। আমরা দুদকের তদন্ত টিমকে সহযোগীতা করেছি।
আপনার মতামত লিখুন :