শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

শীতের পারদ পঞ্চগড়ে স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১২:১১ পিএম

শীতের পারদ পঞ্চগড়ে স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক:দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
জানা যায়, পঞ্চগড়ে গত কয়েক দিন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এর মধ্যে শুক্রবার তাপমাত্রা ছিল ১২.০ ডিগ্রি, বৃহস্পতিবার ১২.৫ ডিগ্রি, বুধবার ১২.২ ডিগ্রি, মঙ্গলবার ১১.৭ ডিগ্রি, সোমবার ১৩.৩ ডিগ্রি ও রোববার ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শুক্রবার) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, ‘শীত আরও কিছুদিন বাড়তে পারে। আজ ১১ ডিগ্রি রেকর্ড হয়েছে, সামনে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!