হারুন অর রশিদ দুদু, শেরপুর : শেরপুর জেলা প্রশাসকের অগ্রাধিকার কর্মপরিকল্পনার বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী উপজেলায় ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের মোট ৩০ জন ছাত্রীকে শিক্ষা উপকরণ ও গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :