রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ছাত্ররা যা করলো তাদেরকে স্যালুট জানাই- ডা: সালাউদ্দিন বাবু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১১:৩৮ পিএম

ছাত্ররা যা করলো তাদেরকে স্যালুট জানাই- ডা: সালাউদ্দিন বাবু

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা) : বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সাবেক সাংসদ ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, কত আন্দোলন সংগ্রামসহ তিন-চারটা নির্বাচন গেক,, কত মানুষ গুম হল, খুন হল, কত মানুষ রিমান্ডে নিল, কোন কিছু করেও সরকারকে নামানো গেল না। কিন্তু এই ছাত্ররা যা করলো তাদেরকে স্যালুট জানাই। 
শনিবার (৩ মে) রাত ৮টার দিকে বাড়ইপাড়া আশার আলো যুবক সমিতির উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এসময় তিনি বলেন, গণ অভ্যুত্থানে ১৫‍‍`শ ছাত্র-শ্রমিক জনতা শহীদ হয়েছে, ১৫ হাজার ছাত্র-শ্রমিক-জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অনেকে আবার সুস্ব্য স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। এদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।
শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ সহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মী।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীত শিল্পী শান্ত সহ আরো অনেকে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!