বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

মুগ্ধতা ছড়াচ্ছে রুমা বগা লেক

পর্যটন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৯:২০ এএম

মুগ্ধতা ছড়াচ্ছে রুমা বগা লেক

প্রকৃতির অপরুপ পাহাড়, মেঘ আর নীল জলের অপার্থিব মেলবন্ধনে গড়ে উঠেছে এক স্বপ্নলোকÑবগা লেক। বান্দরবান জেলা শহর থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে রুমা উপজেলার এই হ্রদ যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক নীল রতœ। যারা একবার গিয়েছেন, তাঁদের হৃদয়ে রয়ে গেছে এই পাহাড়ি স্বর্গের টান।
রুমা বাজার থেকে জিপ বা মোটরবাইকে চড়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে উঠতে চোখে পড়ে সবুজ পাহাড়, ভাসমান মেঘ আর দূর থেকে ভেসে আসা ঝরনার সুর। যত উপরে ওঠা যায়, ততই উন্মোচিত হয় নতুন রূপ। একসময় মনে হয়, যেন আকাশের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে মানুষ। আর সেখানেই দেখা মেলে নীলাভ জলে মোড়া বগা লেকের, যার গভীরতা আর সৌন্দর্য দুটোই রহস্যে ভরা।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে অবস্থিত এই হ্রদটির উৎপত্তি নিয়ে প্রচলিত রয়েছে নানা লোকগাথা। কেউ বলেন, এটি আগ্নেয়গিরির গহ্বরে সৃষ্টি; কারও বিশ্বাসÑএটি দেবতার পবিত্র আবাস। তবে যেভাবেই সৃষ্টি হোক, প্রকৃতিপ্রেমীদের কাছে বগা লেক আজ এক মোহময় স্বপ্নের স্থান।
সকালবেলা সূর্যের আলো হ্রদের জলে পড়ে যেন ঝলমল করে ওঠে নীল রঙের আয়না। কখনও মেঘ এসে ঢেকে দেয় পুরো হ্রদ, আবার রোদ উঠলে সেই জলরাশি চকচকে নীলকান্তমণির মতো দীপ্তি ছড়ায়। বিকালের সূর্যাস্তের রঙে লাল হয়ে ওঠে চারদিক, তখন বগা লেক যেন হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস। হ্রদের চারপাশে বম ও মারমা সম্প্রদায়ের
বসতি। তাঁদের অতিথিপরায়ণতা ও সরল জীবনযাপন ভ্রমণকারীদের মন ছুঁয়ে যায়। এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বেঁচে আছেন, আর তাঁদের মুখেই শোনা যায় পাহাড়ের গল্প, প্রকৃতির গান।
পর্যটক সুমাইয়া জাহান বলেন, ‘রাতে যখন পাহাড়ে নামে নিস্তব্ধতা, আকাশভরা তারা প্রতিফলিত হয় নীল জলে; তখন মনে হয় সময় থেমে গেছে, শুধু মুগ্ধতা ভাসছে বাতাসে।’
বগা লেক একবার নয়,বারবার ডাক দেয় পাহাড় প্রেমীদের। যাঁরা বগা লেক ও কেওক্রাডং আসেননি তাঁদের একবার হলেও আসা উচিত। এই পর্যটনের ওপর নির্ভর করে এখানকার অনেকের জীবিকা। স্থানীয় নারী উদ্যোক্তা আময় বম বলেন,‘পর্যটনের ওপর নির্ভর করেই আমাদের জীবিকা চলে। ছেলে-মেয়েদের পড়াশোনা, সংসারের আয়Ñ সবই আসে এই খাত থেকে। কিছুদিন পর্যটন বন্ধ থাকায় আমরা বিপাকে পড়েছিলাম। এখন আবার পর্যটক আসছেন, আমরা নতুন আশায় বুক বাঁধছি।”
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ‘রুমা উপজেলায় বগা লেক, কেওক্রাডং, তাজিংডং, রিঝুক ঝর্ণা ছাড়াও আরও অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। পর্যটকদের জন্য আমরা নিরাপত্তা ও সহায়তার ব্যবস্থা জোরদার করেছি। শীত মৌসুমে বান্দরবানের রুমা হতে পারে দেশের অন্যতম পছন্দের পর্যটন গন্তব্য।’
প্রকৃতি,মানুষ আর সংস্কৃতির-এই মেলবন্ধন বগা লেককে করে তুলেছে সত্যিকারের ‘পাহাড়ের রতœ’। যাঁরা এখনও যাননি, তাঁদের জন্য অপেক্ষা করছে মেঘ, রোদ আর নীল জলের অপরূপ আহ্বান। একবার গেলে হয়তো আপনিও ফিরে আসতে চাইবেন না। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এলাকা বান্দরবান একটি অন্যতম। সংগৃহীত
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!